ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনায় প্রথম স্থান অর্জন করলো হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনষ্টিটিউট
প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৭:১৯ পিএম | অনলাইন সংস্করণ
২০২১-২০২২ অর্থ বছরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধিনস্থ ১১টি অধিদপ্তর ও সংস্থার মধ্যে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনার সার্বিক মূল্যায়ণে (৫০ নম্বরের ভিত্তিতে) ১১ টি দপ্তর সংস্থার মধ্যে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনষ্টিটিউট ৪৬.৮০ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে।
এই সাফল্যের জন্য গণপূর্ত মন্ত্রণালয় থেকে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনষ্টিটিউটের মহাপরিচালক প্রকৌশলী মো: আশরাফুল আলমসহ এই প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও সহকর্মীকে পত্র দিয়ে অভিনন্দন জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার।
গত ২০ সেপ্টেম্বর ২০২২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আধা সরকারি পত্র নম্বর ২৫.০০.০০০০.০৫৬.৮৮.০০১২.২২-৬৮৩ মোতাবেক এই অভিনন্দন পত্র প্রদান করা হয়।