প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ১:০৯ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ জেতার আনন্দে মাতোয়ারা সারা দেশ। এ আনন্দে ভিন্নভাবে অংশ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের পাশাপাশি আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
চ্যাম্পিয়ন হওয়ায় নারী দলকে ৫০ লাখ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে বিসিবি। এছাড়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন এ জয় ঐতিহাসিক জয় পুরো জাতিকে গর্বিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) মহিলা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া জাতীয় মহিলা ফুটবল দলের জন্য নগদ ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।’
বিসিবি সভাপতি নাজমুল হাসান নারী ফুটবলারদের সাফল্যের প্রশংসা করে বলেছেন, ‘নারী ফুটবল দল তার ব্যতিক্রমী পারফরম্যান্স এবং ঐতিহাসিক অর্জন দিয়ে পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের প্রচেষ্টার জন্য আমাদের প্রশংসা এবং সমর্থনের চিহ্ন হিসাবে, আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা ঘোষণা করছি। আমার কোন সন্দেহ নেই যে সাফ জয় দেশের ক্রীড়াবিদ এবং মহিলাদের এবং ক্রীড়া দলগুলিকে নিজ নিজ শাখায় আন্তর্জাতিক গৌরব অর্জনের জন্য প্রবলভাবে অনুপ্রাণিত করবে।’
উল্লেখ্য, গত সোমবার নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে নারী সাফে চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ফুটবল তো বটেই, সাম্প্রতিক সময়ে সব খেলাধুলো মিলিয়ে দেশের ক্রীড়াঙ্গণের বড় অর্জন বলা হচ্ছে একে। পুরো আসরে বাংলাদেশ খেলে দুর্বার ফুটবল। সাবিনা খাতুন, কৃষ্ণা রানি সরকাররা পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে দেন ২৩ গোল। মাত্র এক গোল হজম করতে হয় তাদের। ফুটবলে দেশের মেয়েদের এই অর্জন সাধারণ মানুষের মধ্যেও তৈরি করেছে বিপুল উন্মাদনা।