প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৭ পিএম | অনলাইন সংস্করণ
আজকের এই অর্জনের জন্য আমি প্রথমেই একজনকে সাধুবাদ জানাবো যার স্বপ্নদ্রষ্টায় আজকের এই সাফল্য এসেছে। বঙ্গমাতা নারী ফুটবল, এটা করেছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি বুঝতে পেরেছিলেন নারীদেরকে ঘর থেকে বের করে আনতে হবে। সেই স্বপ্নের প্রথম প্রতিফলন আমরা গতকাল দেখতে পেলাম।আমার মেয়ে কৃষ্ণা অনেক ভালো খেলেছে গতকাল। তার খেলা দেখে আমাদের এলাকাবাসী খুবই আনন্দিত। সে আমাদের পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে এনেছে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৮৩৩তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি, আব্দুস সালাম মুর্শেদী, স্বাধীন বাংলার জাতীয় ক্রিকেট দলের প্রথম দলনেতা রকিবুল হাসান, জাতীয় নারী ফুটবল দলের স্ট্রাইকার কৃষ্ণা রাণী সরকারের মা নমিতা রাণী সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
নমিতা রাণী সরকার বলেন, আমার মেয়ে কৃষ্ণা অনেক ভালো খেলেছে গতকাল। তার খেলা দেখে আমাদের এলাকাবাসী খুবই আনন্দিত। সে আমাদের পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে এনেছে। আমি কৃষ্ণাসহ ওদের দলের সবার জন্য দেশবাসীর কাছে আশীর্বাদ কামনা করি।