গতকাল সোমবার সন্ধ্যার দিকে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছাত্রীনিবাসের ৩১৩ নম্বর রুমে এ ঘটনা ঘটে।
আয়েশা ইসলাম মীম শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার অনুসারী হিসেবে পরিচিত ৷ রিভা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুসারী। আয়শার স্বামী দেলওয়ার শাহজাদা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক এবং বর্তমানে কেন্দ্রীয় যুবলীগের উপদপ্তর সম্পাদকের দায়িত্বে আছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী ২০১৬-১৭ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। পরিবারের শঙ্কার কথা ভেবে গণমাধ্যমে নাম-পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানান ভুক্তভোগী শিক্ষার্থী।
সূত্র জানায়, সোমবার সকাল ৯টার দিকে রিডিং রুমের দরজা ব্লক করে মীমের অনুসারী এক শিক্ষার্থী টেবিল বসিয়ে পড়ছিলেন। এতে চলাচলে বিঘ্ন ঘটায় ভুক্তভোগী শিক্ষার্থী তাঁকে সরে বসতে বলেন। এ সময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর সন্ধ্যার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীর রুমে এসে তাঁকে গালিগালাজ করেন। একপর্যায়ে রুমে মগে থাকা গরম চা তাঁর পায়ে ঢেলে দেন এবং হাত মচকে দেন। পরে রুমের সবাইকে বের করে দিয়ে তাঁকে হেনস্তার হুমকি দেন আয়েশা।
এ বিষয়ে আয়েশা ইসলাম মীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি, তাই অনেকে শত্রুতাবশত অভিযোগ করে। এগুলো আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।’
এ বিষয়ে জানতে তামান্না জেসমিন রিভাকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, ‘এ বিষয়ে আমরা জেনেছি। হোস্টেল কর্তৃপক্ষ বিষয়টি দেখছে। আমরা ব্যবস্থা নেব।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছাত্রীনিবাসের প্রাধ্যক্ষ নাজমুন নাহারকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।