প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ২:২৬ এএম | অনলাইন সংস্করণ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১৫টি ব্যাটালিয়নের ছয়টিতে নতুন কমান্ডিং অফিসার (সিও) এবং ৯টি উইংয়ের পাঁচটিতে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। যার মধ্যে পাবনার সদ্য বিদায়ী পুলিশ সুপার (এসপি) মো: মহিবুল ইসলাম খাঁন রয়েছেন। তাঁকে র্যাব-১৪ এর নতুন সিও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সই করা প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
উল্লেখ্য, মহিবুল ইসলাম খান ২০২১ সালের ১ জানুয়ারি পাবনায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন এবং চলতি বছরের জুন মাসে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান। তাকে র্যাবে ১৪ এর নতুন সিও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসানকে র্যাব-৮, লেফটেন্যান্ট কর্নেল আবদুর রহমানকে র্যাব-৪, অতিরিক্ত উপমহাপরিদর্শক আনোয়ার হোসেন খানকে র্যাব-২, মারুফ হোসেনকে র্যাব-১২, মোহাম্মদ ফরিদ উদ্দিনকে র্যাব-১০ এবং মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে র্যাব-১৪ এর নতুন সিও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তালুকদারকে র্যাব সদর দপ্তরের অপারেশনস, লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাতকে প্রশাসন ও অর্থ, অতিরিক্ত ডিআইজি মো. রোকনুজ্জামানকে কমিউনিকেশন, অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম গণিকে প্রশিক্ষণ এবং অতিরিক্ত ডিআইজি আলিমুজ্জামানকে র্যাব সদর দপ্তরের তদন্ত উইংয়ের নতুন পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে, র্যাব-৪ এর পুলিশ সুপার জয়িতা শিল্পীকে র্যাব-১৪ তে, র্যাব-১৪ এর পুলিশ সুপার মাসুরা বেগমকে র্যাব-৪ এ, ক্যাপ্টেন ফয়সাল ইবনে মঈনকে র্যাব সদর দপ্তরের প্রশাসন ও অর্থ শাখায়, লেফটেন্যান্ট আবুল হাসেম সবুজকে র্যাব-১২ তে, অতিরিক্ত সুপার মো. পুলিশের মতিয়ার রহমানকে র্যাব-১১ তে এবং অতিরিক্ত এসপি কামরুল হাসানকে র্যাব-৩ এ পদায়ন করা হয়েছে।