প্রকাশ: রোববার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৯:৩২ পিএম | অনলাইন সংস্করণ
উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতেও দুয়ারে কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে সামনে রেখে মৃৎশিল্পীদের এখন ব্যস্ততার শেষ নেই। তবে গত বারের চেয়ে এবার পূজার পরিসর বাড়ছে এ উপজেলায়, এ তথ্য নিশ্চিত করেন উপজেলা পূজা উদযাপন পরিষদ। তাঁদের দেওয়া হিসেবেমতে আগের চেয়ে এবারে ৪টি বেশি মন্ডপে পূজার প্রস্তুতি চলছে।
আগামী পহেলা অক্টোবর মহাষষ্ঠির মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে পূজার মূল আনুষ্ঠানিকতা। উপজেলার বিভিন্ন স্থানে তাই সাড়ম্বরে প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। পূজা মন্ডপের সাজসজ্জা সহ সার্বিক প্রস্তুুতি এগিয়ে নিচ্ছেন আয়োজক ও পূজা উদযাপন কমিটি।
জানা গেছে, এ উপজেলায় গত বছরের তুলনায় চলতি এ বছর ৪ টি পূজা মন্ডপ বেড়েছে। বছরে ৩৭ টি মন্ডপে দুর্গা প্রতিমা তৈরি চলছে। সব মিলিয়ে এবার ৩৭ টি প্রতিমা তৈরি করা হয়েছে। এর মধ্যে বেতাগী পৌরসভায় ২টি, বিবিচিনি ইউনিয়নে ৬টি, বেতাগী সদর ইউনিয়নে ২টি, হোসনাবাদে ৬টি, মোকামিয়ায় ৬টি, বুড়ামজুমদারে ৯টি, কাজিরাবাদে ২টি ও সড়িষামুড়ি ইউনিয়নে ৪টি টি পূজা মন্ডপে প্রতিমা করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন বলে জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজকরা। উপজেলা প্রশাসন ও বেতাগী থানা পুলিশের পক্ষ থেকেও দুর্গোৎসবকে সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুুতি নেওয়া হচ্ছে এমনটাই জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন ও বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: শহাআলম হাওলাদার।
বেতাগী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র কর্মকার বলেন, এ বছর অনেক সাড়ম্বরে পূজা উদযাপন করা হবে। মূর্তি গড়ার কাজ খুব দ্রুত এগিয়ে চলেছে। শুরু হয়েছে রংয়ের কাজ।