রবিবার (১৮ সেপ্টেম্বর) সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মন্ডলের আদালতে জেলা আওয়ামীলীগের ত্রান ও পুনর্বাসন সম্পাদক এড. আজহারুল ইসলামের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
এ সময় আদালতের কাঠগড়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৯ আসামী উপস্থিতি ছিলেন।
সাতক্ষীরা আদালত সূত্রে জানা যায়, অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় কারাগারে থাকা ৩৯ জন আসামীকে সকাল ৯ টায় জেলা কারাগার থেকে স্পেশাল টাইব্যুনাল-৩ এর কাঠগড়ায় হাজির করানো হয়। এরপর সকাল ৯ টা ২০ মিনিটে এ মামলার কার্যক্রম শুরু হয়। এ সময় সাক্ষী হিসেবে আওয়ামীলীগ নেতা অ্যাড. আজহারুল ইসলামকে হাজির করানো হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ। এ সময় তাকে সহায়তা করেন, সুপ্রীম কোর্টের সহ-সভাপতি অ্যাড. মোহাম্মদ হোসেন, জিপি অ্যাড. শম্ভুনাথ সিংহ, অতিরিক্ত পিপি অ্যাড. ওকালত হোসেন, অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু, অ্যাড. আব্দুস সামাদ প্রমুখ।
অপরদিকে, আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক সভাপতি অ্যাড. জয়নুল আবেদীন, অ্যাড. আমিনুল ইসলাম, অ্যাড. সগীর হোসেন লিয়ন, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. মাসুদুল আলম, আনিছুর রহমান রায়হান, সাতক্ষীরার অ্যাড. আব্দুল মজিদ (২), অ্যাড. মিজানুর রহমান পিন্টু প্রমুখ। আগামী ২৭ সেম্পম্বর এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক সভাপতি অ্যাড. জয়নুল আবেদীন এ সময় বলেন, এ মামলায় অনেক ত্রটি বিচ্যুতি রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ মামলায় বিবাদীগন ন্যায় বিচার পাবেন।