প্রকাশ: রোববার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১:১২ পিএম | অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের কলরাডো অঙ্গরাজ্যের বোল্ডার কাউন্টির মধ্য-আকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছে। সংঘর্ষের পর বিমান দুটি খোলা মাঠের মধ্যে আলাদা দুটি জায়গায় পড়ে।
গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ বেশ কয়েকটি জরুরি কল পায়। তারপর তারা ঘটনাস্থলে পৌঁছায়। বোল্ডার কাউন্ট্রির শেরিফ অফিস জানিয়েছে, ডেনভারের উত্তরে ৩০ মাইল দূরে এই ঘটনা ঘটে।
শেরিফ অফিস জানিয়েছে, দুটি বিমানে তিনজন আরোহী ছিলেন। একটি বিমানে একজন পাইলট ও একজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তারা দুজনই নিহত হন। অন্য বিমানে একজন পাইলট ছিলেন, তিনিও মারা যান। দুই বিমানের নিহত তিন ব্যক্তির কাউকেই সনাক্ত করা যায়নি।
কিভাবে বিমান দুটি দুর্ঘটনায় পড়ল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। সূত্র: পার্সটুডে