প্রকাশ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৭:২৯ পিএম | অনলাইন সংস্করণ
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শাফিউদ্দিন আহমেদ বলেছেন, গলফ এমন একটি খেলা। যা বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করলে জনপ্রিয় হবে না। দেশের জনসংখ্যার তুলনায় গলফারের সংখ্যা কম।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে সাভার সেনানিবাসের গলফ ক্লাবে এমজিএইচ মুনসুন কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন সেনা প্রধান। এর আগে সেনাপ্রধান সাভার গলফ ক্লাবের টুয়ালাইট ট্যারেস উদ্বোধন করেন।
সেনা প্রধান আরো বলেন, গফল একটি ব্যয়বহুল খেলা। তবে গলফ নিঃসন্দেহে একজন মানুষকে সুশৃঙ্খল জীবন কাঠামোর মধ্যে আনতে পারে। তাই গলফকে আরো জনপ্রিয় করতে প্রয়োজন সঠিক পৃষ্ঠপোষকতা।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক ও লেডি উইনার মিসেস শায়লা পারভিন। এছাড়া ইমমাদ বিন আরমান জুনিয়র উইনার, শাকামৌতে নন মেম্বার উইনার, এ এম মাহামুদুর রহমান সিনিয়র উইনার, অবসরপ্রাপ্ত লে. কর্নেল নাসির আহমেদ সুপার সিনিয়ির উইনার, ইঞ্জিনিয়ার এ কে এম আব্দুর রাজ্জাক ভ্যাটার্ন উইনার ও মেজর জেনারেল পাশা নিউ গলফার উইনার হন। এই টুর্নামেন্টে অংশ নেন দেশি-বিদেশি তিন শতাধিক গলফার।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা প্রধান এস এম শাফিউদ্দিন আহমেদের সহধর্মিনী নূরজাহান আহমেদ। নয় পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক ও এমজিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনিস আহমেদ। পুরস্কার বিতরণী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।