প্রকাশ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৮ পিএম | অনলাইন সংস্করণ
বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার রায়ভোগ কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রায়ভোগের হারুনের ছেলে মো. হেলাল (৩০), মোহাম্মদ জলিলের ছেলে রবিউল (১৭), শাহজাহান মিয়ার ছেলে বেলায়েত (২২)।
নিহতদের পরিবার জানায়, আট বছর পর হেলাল প্রবাসজীবন শেষে বাড়িতে এলে পুরনো টিনের ঘর ভেঙে সেখানে ভবন নির্মাণের কাজ করতে চায়। পুরনো ঘর ভাঙা শুরু করলে দুপুর ২টার দিকে ওই ঘরে থাকা মিটার সংযোগের তার ছুটে তার শরীরে ও ঘরের টিনে লাগে। তখন হেলালকে কাজের সহযোগিতা করার সময় মামাতো ভাই বেলায়েত, প্রতিবেশী অষ্টম শ্রেণি পড়ুয়া রবিউল ও আরিফসহ চারজন বিদ্যুৎপৃষ্ট হয়।
স্থানীয়রা আহতদের সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হেলাল, তার মামাতো ভাই বেলায়েত ও প্রতিবেশী স্কুলছাত্র রবিউলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরিফকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে স্থানান্তর করেন।
এ ব্যাপারে পল্লীবিদ্যুৎ বরগুনা জোনাল অফিসের ডিজিএম আরব আলী জানান, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্গত বরগুনা জোনাল অফিসের আওতায় রায়ভোগ অভিযোগ কেন্দ্রের অধীনে কদমতলী গ্রামে বিলাত হোসেন (৩৯৫/২৫০০) নামে এক গ্রাহক অফিসকে অবহিত না করে সংযোগ বিচ্ছিন্ন না করে নিজেরা ঘর মেরামত করতে গেলে চারজনের মধ্যে একজনের হাত থেকে টিন নিচে পড়ে গেলে মিটারটি ভেঙে যায়। মিটার ভেঙে যাওয়ায় টিন বিদ্যুতায়িত হয়ে চারজনের মধ্যে তিনজনের ঘটনাস্থলে মৃত্যু হয়।