সিরিয়ার রাজধানী দামেস্ক বিমানবন্দর এবং শহরের অন্যান্য জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে সিরিয়ার ৫ সেনা নিহত হয়েছেন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তাদের আকাশ প্রতিরক্ষা দল বেশির ভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পেরেছে। সেনা নিহত হওয়ার পাশাপাশি মালামালেরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
তবে হামলার কারণে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অঞ্চলটির কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই আকাশপথ ব্যবহার করে সিরিয়া ও লেবাননে হিজবুল্লাহসহ অন্য মিত্র গোষ্ঠীগুলোকে ক্রমাগত অস্ত্রের জোগান দিয়ে যাচ্ছে ইরান। আর সে সরবরাহ পথ ব্যবহারে ব্যাঘাত ঘটাতে সিরিয়ার বিমানবন্দরগুলোতে হামলা জোরালো করেছে ইসরায়েল।
সিরিয়ায় নিজেদের বাহিনী এবং মিত্র যোদ্ধাদের কাছে স্থলপথে সামরিক সরঞ্জামাদি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার পর থেকে তেহরানের কাছে আকাশ পরিবহনব্যবস্থা অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে পড়েছে।
২০১১ সালে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে গৃহযুদ্ধ শুরু হয়। এমন অবস্থায় বিভিন্ন বিদেশি শক্তি সিরিয়ায় একে অপরের বিরুদ্ধে প্রভাব বিস্তারের খেলায় মেতে ওঠে। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত হাজারো মানুষের প্রাণহানি হয়েছে। গৃহহীন হয়েছে লাখো মানুষ।