প্রকাশ: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫৩ পিএম | অনলাইন সংস্করণ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমঘুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ২টার সময় ৩৫ নং সীমানা ফেলারের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে ২ বাংলাদেশী উপজাতি নাগরিক গরু চোরাচালানের উদ্দেশ্যে গমন করে এসময় মাইন বিস্ফোরণে অন্ন্যথাইন তঞ্চঙ্গ্যা(২২) নামের এক উপজাতি যুবক গুরুত্বর আহত হয়।
বিস্ফোরণে ওই যুবকের পা উড়ে গেছে।
তাকে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। স্থানীয় পাড়াবাসী বাবু তংচংগ্যার সাথে কথা বলে জানা যায় আহত অন্ন্যথাইন তঞ্চঙ্গ্যা তুমব্রু হেডম্যানপাড়া অংকেথাইন তঞ্চঙ্গ্যার ছেলে বলে জানা গেছে।
এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা ওসি টানটু সাহা প্রতিবেদক কে জানান এই রকম সংবাদ এখনো পাওয়া যায়নি।