প্রকাশ: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫০ পিএম | অনলাইন সংস্করণ
ময়মনসিংহ শহরকে যানজটমুক্ত করার লক্ষ্যে নগরীর প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানপরিদর্শন করেছেন জেলা প্রশাসক ডিসি ও জেলা পুলিশ সুপার এসপি।
শুক্রবার সকাল পোনে ১০টায় দিকে জেলা প্রশাসক মোঃ এনামু হক ও জেলা পুলিশ সুপার এসপি মাসুম আহম্মেদ ভুঞার নেতৃত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম,সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকোশলীসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারাও পরিদর্শনে অংশগ্রহন করেন। এসময় জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিনসহ প্্িরন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও পরিদর্শনে যুক্ত ছিলেন।
পরিদর্শনকালে শহরকে যানজটমুক্ত করার লক্ষ্যে জেলা আইন শৃংখলা কমিটিতে গৃৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবয়নের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়। নগরীর পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরুর চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এ ছাড়াও নগরীর শিকারীকান্দা বাইপাস এলাকার খানাখন্দ শনিবারের মধ্যে মেরামত ও সংস্কারসহ শিকারীকান্দা বাইপাস এলাকার নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।
শিকারীকান্দা হতে পাটগুদাম মোড় পর্যন্ত রাস্তা সোমবারের মধ্যে মেরামত করতে হবে। পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকার অবৈধ স্থাপনা আগামীকাল শনিবারের মধ্যে অপসারণ করা হবে বলেও জানান জেলা প্রশাসক এনামুল হক ও জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভুঞা।