সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
দৈনিক মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র, সংক্রমণে দ. কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১০:০৪ এএম | অনলাইন সংস্করণ

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৬৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ লাখ ২০ হাজার ৯৬৯ জন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ লাখ ২৩ হাজার ২৩৪ জন। রোগী শনাক্ত হয়েছেন ৬১ কোটি ৫৫ লাখ ২ হাজার ৫৫১ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫৯ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার ৬০৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে আর দৈনিক সংক্রমণে জাপানকে টপকে শীর্ষে উঠে এসেছে দক্ষিণ কোরিয়া।

যুক্তরাষ্ট্রে এসময়ে ৩১৪ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৫৫ হাজার ৩৯৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৭ হাজার ৪৭৭ জনের এবং মোট সংক্রমিত হয়েছেন ৯ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ১৬ জন।

এসময়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯৩ হাজার ৯০৪ জন। মারা গেছেন ৬০ জন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ৩৮ জন এবং মারা গেছেন ২৭ হাজার ৫৯৩ জন।

জাপানে ২৪ ঘণ্টায় ৭৮ হাজার ৭০১ জন সংক্রমিত এবং মৃত্যু হয়েছে ১৯১ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মারা গেছেন ৪২ হাজার ৯৮৫ জন এবং সংক্রমিত হয়েছেন ২ কোটি ৩ লাখ ৩৮৭ জন।

করোনাভাইরাসের সংক্রমণের বৈশ্বিক তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৫৭৫ জন। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৫৪ হাজার ৬১১ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার ১৩৬ জন।

শনাক্তের দিক থেকে চতুর্থ এবং মৃত্যুর সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে আরও ১২২ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩০০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ৬ লাখ ৮৫ হাজার ১৭৯ জন এবং সংক্রমিত ৩ কোটি ৪৬ লাখ ২ হাজার ৬৬২ জন।

রাশিয়ায় একদিনে শনাক্ত ৫১ হাজার ৭৩৫ জন এবং মারা গেছেন ৯৮ জন। এসময়ে জার্মানিতে ২৩০ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৫১৪ জন। একদিনে ইতালিতে ৬৯ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৮৪৯ জন।

একদিনে তাইওয়ানে ৩৭ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ৭০৮ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ১০ হাজার ৩৬৬ জনের এবং সংক্রমিত হয়েছেন ৫৮ লাখ ৪ হাজার ৩৪৩ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মারা গেছেন একজন এবং শনাক্ত ১ হাজার ৮৭১ জন; ইরানে মৃত্যু ২২ জনের এবং শনাক্ত ৬৪৬ জন; ইন্দোনেশিয়ায় মৃত্যু ২১ এবং শনাক্ত ২ হাজার ৭৯৯ জন; পোলান্ডে ১৯ জনের মৃত্যু এবং শনাক্ত ৬ হাজার ১৩৪ জন; থাইল্যান্ডে মারা গেছেন ১৪ জন এবং শনাক্ত ১ হাজার ৩২১ জন; ফিলিপাইনে মারা গেছেন ৩৪ জন এবং শনাক্ত ১ হাজার ৭০৯ জন; হাঙ্গেরিতে ৪২ মৃত্যু এবং শনাক্ত ১১ হাজার ৫৯৬ জন; হংকংয়ে ১০ মৃত্যু এবং শনাক্ত ৭ হাজার ৫৭৯ জন; পর্তুগালে ১১ মৃত্যু এবং শনাক্ত ৩ হাজার ৮৫ জন; মেক্সিকোতে ৪৪ জনের মৃত্যু এবং শনাক্ত ২ হাজার ৮৮৬ জন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]