প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫৫ পিএম | অনলাইন সংস্করণ
প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে সারাদেশের ন্যায় মাগুরার শালিখায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে ৩য় দিনেও চলছে অর্ধদিবস কর্মবিরতি।
ফলে সেবা গ্রহীতা পড়ছেন সময়িক বিড়ম্বনায়। সোমবার থেকে চলমান এ কর্মবিরতি বৃহস্পতিবার বেলা ১২ টায় মাগুরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম।
শালিখা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সংযুক্ত কর্মকর্তা- কর্মচারী কল্যাণ পরিষদের ডাকে কর্মবিরতিতে অংশ নিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, দপ্তরটির কার্যসহকারী আশিকুর রহমান, অফিস সহায়ক ইবাদত হোসেন।
কর্মবিরতিকালে তারা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদ নাম পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/ চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণসহ পাঁচ দফা দাবি মেনে নিলে তাদের চলমান কর্মবিরতি স্থগিত করবে অন্যথায় ঊধ্বর্তন কর্মকর্তাদের নির্দেশ অনুসারে বাকী কর্মসূচি বাস্তবায়নে পালনে অটল থাকবে তারা।