প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৭ পিএম | অনলাইন সংস্করণ
চলে যাচ্ছেন বাংলাদেশে দায়িত্বরত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তার বিদায়ী আচারও ইতোমধ্যেই শুরু হয়েছে। তিনি এ মাসেই দায়িত্ব শেষ করে নয়াদিল্লি চলে যাবেন। আর বিক্রম দোরাইস্বামীর চলে যাওয়ার পর হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা নতুন দায়িত্ব নিতে ঢাকায় আসবেন।
হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী চলে যাওয়ার অংশ হিসেবে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আর গতকাল সোমবার বাণিজ্যমন্ত্রী টিপু মন্সী ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গেও বিদায়ী সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার সাক্ষাতের কথা রয়েছে।
করোনা মহামারীর মধ্যে ২০২০ সালের অক্টোবরে ঢাকায় আসেন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বিগত দুই বছর ঢাকায় দায়িত্ব পালন করেছেন তিনি।