প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
শেখ রেহানা; যিনি ‘ছোট আপা’ বলে দলের নেতাকর্মীদের কাছে পরিচিত। বাংলাদেশের রাজনীতিতে যে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি সেই পরিবারের একজন শেখ রেহানা। বাংলা ও বাঙালির প্রয়োজনে তিনি নির্মোহ একজন মানুষ। শেখ রেহানার মহানুভবতার তুলনা নেই। মা ফজিলাতুন্নেছা মুজিব পর্দার অন্তরালে থেকে বঙ্গবন্ধুকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছিলেন। যার অনুপ্রেরণায় শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হতে পেরেছিলেন। আর এখন পর্দার অন্তরালে বড় বোন শেখ হাসিনাকে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন তিনি
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৮২৬তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, ব্যারিস্টার, লিংকনস ইন লন্ডন (পাবলিক একসেস) ১২ ওল্ড স্কয়ার চেম্বার, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা চৌধুরী হাফিজুর রহমান, কবি স্নিগ্ধা বাউল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
স্নিগ্ধা বাউল বলেন, আমি প্রথমেই ছোট আপাকে শেখ রেহানাকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে চাই। তার সাথে যখন আমার প্রথম দেখা হয় তখন আসলে মনে হচ্ছিল যে আমার পরিবারের কোন সদস্যকে দেখছি। আমার মা, আমার বড় বোনের মতোই তাকে লাগছিল। সেই চিরাচরিত বাঙ্গালীর যে রূপ সেটিই তারমধ্যে আমি দেখেছি। উনি আমাদের সাথে যখন কথা বলছিলেন তখন আমি মুগ্ধ হয়ে তার কথা শুনছিলাম। এইযে আমাদের প্রজন্মের কাছাকাছি চলে আসা এটা কিন্তু সবাই পারেনা। সবসময় তার মুখে একটা হাসি থাকতো। এইরকম একটি অমায়িক চরিত্রের মানুষকে আমি কাছ থেকে দেখেছি। তার আরেকটি অসাধারণ দক্ষতা রয়েছে সেটা হলও স্মৃতিচারণ। শেখ রেহানা বাঙালি নারীদের আদর্শ। কিভাবে জীবন সংগ্রামে জয়ী হওয়া যায়, ক্ষমতার লোভ থেকে নিজেকে দূরে রাখা যায়, কোন পদে না থেকেও দেশ ও জনগণের জন্য কাজ করা যায়, সেটা তিনি দেখিয়েছেন। তার এই নির্মোহ চরিত্রই বাংলাদেশের ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে। সেই প্রচারবিমুখ মহিয়সী নারীর শুভ জন্মদিনে জানাই শ্রদ্ধা।