প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৯:২২ পিএম | অনলাইন সংস্করণ
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরগুনার বেতাগীতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত ও জনজীবন স্থবির হয়ে পড়েছে।
গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এ উপজেলায় বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। মেঘের দাপটে মেলেনি সূর্যের দেখা। একই সঙ্গে পূর্ণিমার প্রভাবে বিষখালী নদীতে পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বঙ্গোপ সাগরের সৃষ্ঠ লঘুচাপের প্রভাবে অতি বর্ষন পূর্ণিমার প্রবল
রাস্তা ও বাঁধ ভেঙে উত্তর বেতাগী , কেওড়াবুনিয়া, গাবুয়া, ছোট মোকামিয়া,গ্রামর্দ্দন, বদনীখালী, ঝোপখালী, কালিকাবাড়ি গ্রামের বেড়িবাঁধের ভেতর ও বেড়িবাঁধের বাইরের এলাকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ওইসব এলাকার ঘরবাড়ি, মৎস্য ঘের, পুকুর, আমনের খেত তলিয়ে মাছ ভেসে যাওয়ার পাশাপাশি নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ঘরবাড়ি পানিতে ডুবে রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির কারণে নিম্ন আয়ের মানুষের বেশি ক্ষতি হচ্ছে। দুদিন ধরে তাঁরা রাস্তায় বেড় হতে না পারায় তাঁরা এক প্রকার কর্মহীন হয়ে পড়েছে। কালিকাবাড়ি গ্রামের আব্দুর রহিম বলেন, এ এলাকার ভেরি বাঁধ ঝুঁকিতে আছে। বৃষ্টি ও উঁচু জোয়ারে মানুষ আতংকের মধ্যে রয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল গাফফার জানান, জেলেরা নিরাপদ আশ্রয়ে রয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা পাওয়ার সাথে সাথে জেলেদের জানানো হয়। সেই সঙ্গে তাদের নদীতে বিচরণ না করতে বলা হয়েছে।
বরগুনার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম জানান, গত কয়েক দিনে বিষখালী নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়া এবং মুষলধারে বৃষ্টিপাতের ফলে যেসব এলাকায় বাঁধ ভেঙেছে তা মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন জানান, ভারি বৃস্টি ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ফসল, যোগাযোগ ও স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হয়। ভেঙে যাওয়া রাস্তা ও বাঁধ দ্রুত সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।