সামাজিক সম্প্রীতি একটি দেশের উন্নয়ের অন্যতম শর্ত: ড. শ্রী বীরেন শিকদার
প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫২ পিএম | অনলাইন সংস্করণ
কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা কবি সত্যেন্দ্রনাথ দত্তের এই অমর বাণী কে সামনে রেখে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাইকে দেশের উন্নয়নে সাম্প্রদায়িক মনোভাব পরিহার করে বিনি সুতোর মালার মতো একই বন্ধনে আবদ্ধ হয়ে শালিখা উপজেলাকে একটি সাম্প্রদায়িকতা মুক্ত উপজেলায় পরিণত করতে এবং একে অপরের মধ্যে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করতে মাগুরার শালিখায় সামাজিক সম্প্রীতি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ শ্যামল কুমার দে, শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সংঘটনটির বিভিন্ন সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শ্রী বীরেন শিকদার বলেন, সামাজিক সম্প্রীতি একটি দেশের উন্নয়নের অন্যতম শর্ত প্রতিটা পরিবার ও প্রতিটা গ্রামের সম্প্রসারিত রূপ হল একটি দেশ তাই তৃণমূল পর্যায়ের প্রতিটা মানুষের মধ্যে যদি সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয় তাহলেই একটি দেশ সোনার দেশে পরিণত হবে।
এসময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা বলেন, আমরা হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান যে যপ ধর্মেরই মানুষ হইনা কেন আমাদের ভিতরের রক্ত কিন্তু লাল তাই সাম্প্রদায়িক মনোভাব দূর করে সবাইকে একই ছাতার তলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শালিখা উপজেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।