বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: যশোর পুলিশ সুপার
ঝিকরগাছা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৫:২৯ পিএম | অনলাইন সংস্করণ

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার(বিপিএম বার, পিপিএম) কঠোঁর হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা ও মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশ বদ্ধপরিকর। তিনি বলেন, আমাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পেশাদারিত্বের সাথে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

তিনি সোমবার (১২সেপ্টেম্বর) দুপুরে ঝিকরগাছা থানা আয়োজিত “দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি মাদকের ভয়াবহতার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন তুলে না দিতে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার উপর গুরুত্বারোপ করেন। 

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক মিথ্যাচার ও গুজবে কান না দেবার আহবান জানিয়ে বলেন, একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে অস্থতিশীল পরিবেশ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাই। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তিনি চাঁদাবাজী, মাদক, জুয়া, ইভটিজিং, ও চোরাচালানের ব্যাপারে জিরো টলারেন্স নীতির কথা দৃঢ়তার সাথে উল্লেখ করে বলেন, আপনি যেই হোন না কেন? যত বড় নেতা বা জনপ্রতিনিধি হোন না কেন?  এসবের আশ্রয়-প্রশ্রয় দিলে আপনাকেও ছাড় দেওয়া হবে না। প্রধান অতিথি আসন্ন সারদীয় দূর্গোৎসব নির্ভয়ে-নির্বিঘেœ পালনে হিন্দু সম্প্রদায়কে আশ^স্ত করে বলেন এব্যাপারে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।  

থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত’র সভাপতিত্বে ও নাভারণ সার্কেল(ক) এএসপি জুয়েল ইমরানের সঞ্চলনায় থানা চত্বরে আয়োজিত বর্ণিল ও বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য এড. মনিরুল ইসলাম মনির, উপজেলা পরিষদ চেয়াম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, পৌর মেয়র আলহাজ¦ মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, ঝিকরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশীদ প্রমুখ। 

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, গন্যমাণ্য ব্যক্তিবর্গ, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ, পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]