প্রকাশ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৩ পিএম | অনলাইন সংস্করণ
বায়তুল মোকাররমে জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর জানাজা সম্পন্ন হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা মো. রুহুল আমিনের ইমামতিতে সাজেদা চৌধুরীর দ্বিতীয় জানাজার নামাজ সম্পন্ন হয়।
এসময় সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, ‘আমার আম্মা দেশের জন্য ও আওয়ামী লীগের জন্য আজীবন কাজ করেছেন। তিনি সবসময় দেশের মানুষের কথা ভাবতেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’
জানাজায় অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু প্রমুখ।
এর আগে সোমবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহ নগরকান্দায় পৌঁছে। বেলা ১১টা ১৫ মিনিটে ফরিদপুরের নগরকান্দা উপজেলার মহেন্দ্র নারায়ণ একাডেমি (এম এন একাডেমি) মাঠে সাজেদা চৌধুরীর প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়।