প্রকাশ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ১০:২০ এএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি এবং খুলনা বিভাগের মনিটরিং কমিটির দায়িত্বপ্রাপ্ত মো: জাহাঙ্গীর হোসেন আজ সাতক্ষীরা জজশীপ পরিদর্শন করবেন। এ উদ্দেশ্যে তিনি গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা পৌছালে বিচার বিভাগ, সাতক্ষীরার পক্ষ থেকে তাঁকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এ সময় সাতক্ষীরার জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এম, জি আযম এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ূন কবীরসহ বিচার বিভাগ, সাতক্ষীরার কর্মকর্তাগন, জিপি, পিপি ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রসাশন ও পুলিশ বিভাগ, সাতক্ষীরার পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা জানানো হয়।
দায়িত্বশীল সূত্রে জানা যায়, বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেন সাতক্ষীরা সফরকালে আজ সকাল ৮টায় তিনি বিচার বিভাগীয় কর্মকর্তাগনের সাথে আদালত সমূহে মামলার নিষ্পত্তি বৃদ্ধিসহ জনগুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা ও মতবিনিময় করবেন। সকাল ৯টায় বিভিন্ন আদালত পরিদর্শন করবেন, দুপুর আড়াইটায় তিনি জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য, জিপি ও পিপি গনের সাথে আলোচনা করবেন, বিকাল সাড়ে তিনটায় তিনি ফের বিচার বিভাগীয় কর্মকর্তাগনের সাথে আলোচনা করবেন এবং বিকাল ৫টায় বিচার বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সাথে আলোচনা করবেন। আগামীকাল সকাল ৮টায় আবারো আদালত পরিদর্শন শেষে দুপুরে যশোর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।