প্রকাশ: রোববার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩৬ পিএম | অনলাইন সংস্করণ
ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বেসরকারিভাবে মেয়র পদে বিজয়ী হয়েছেন।
রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক।
ফলাফলে জানা যায়, নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল পেয়েছেন ২৫ হাজার ৭৫৩ ভোট। তার নিকটতম নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল খালেক পেয়েছেন ১৮ হাজার ৫৩৯ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। ৫০ থেকে ৫৫ ভাগ ভোট পোল হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে ভোট পোল কিছুটা কম হয়েছে।
পৌরসভার নয়টি ওয়ার্ডে ৪৭টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সীমানা জটিলতার মামলার অবসান ঘটিয়ে দীর্ঘ এক যুগ পর ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হলো।