প্রকাশ: রোববার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩১ পিএম | অনলাইন সংস্করণ
সাভারের আশুলিয়ায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাত করণ এলাকা, ডিইপিজেডের পুরাতন জোনে অবস্থিত একটি তৈরি পোশাক কারখানা বিক্রি করে শ্রমিকদর ৩০ কোটি টাকা পাওনা পরিশোধ করা হয়েছে।
রোববার দুপুরে ডিইপিজেড এলাকায় বেপজা কার্যালয়ে শ্রমিকদের বেতনের চেক তুলে দেন বেপজার নির্বাহী পরিচালক আব্দুস সোবাহান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে পুরাতন ইপিজেডে মেসার্স শাহিন ফ্যাশন কোম্পানী লিমিটেড নামের একটি কারখানা চালু করে ইন্দোনেশিয়ার বেসরকারী একটি প্রতিষ্ঠান। সেখানে কাজ করে আসছিলেন ২ হাজার ৮৩ জন শ্রমিক। পরে কারখানার মালিক শ্রমিকদের বেতন পরিশাধ না করে বিভিন অজুহাতে কারখানা বন্ধ করে লাপাত্তা হয়ে যায়।
বেপজা কর্তৃপক্ষ সবার সঙ্গে আলাচনা করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। পরে কারখানাটি নিলামে সর্বোচ্চ দামে টেনডি টেক্সটাইল লিমিটেড কর্তৃপক্ষের কাছে আটষট্রি কোটি ছিয়াত্তর লক্ষ পয়ষট্টি হাজার ছয়শত নবই টাকায় বিক্রি করে দেন।
দীর্ঘদিন পর হলেও বকেয়া বেতন পাওয়ায় শ্রমিকরা অনেক খুশি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বেপজা কর্তৃপক্ষ সবসময় শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে বলে বেপজা কর্তৃপক্ষ জানান।