বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৮:২৮ পিএম | অনলাইন সংস্করণ
পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থারত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়েছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে উপচে পড়ছে উচু জায়গাতে। বাতাসের চাপ অনেকটাই বেড়েছে। আকাশে মেঘের ঘনঘটা বিরাজ করছে।
শনিবার মধ্যে রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত উপকূলীয় এলাকায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
এদিকে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পায়রা বন্দরসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।