প্রকাশ: রোববার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৮:২৭ পিএম | অনলাইন সংস্করণ
দেশে সাংবাদিকরা তাদের পেশাগত দ্বায়িত্ব সুন্দর ও সততার সাথে দ্বায়িত্ব পালন করে যাচ্ছে। যার কারনে সরকারের সাথে সাংবাদিকদের সুসম্পর্ক রয়েছে। আমরা সব সময় সাংবাদিকদের সুখে দুঃখে তাদের পাশে থাকি। শনিবার বিকেল ৩ঘটিকার সময় আশুলিয়া ট্রেড সেন্টারের চায়না গার্ডেন হল রুমে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠা বাষির্কী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি, একথা বলেন।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মেহেদী মাসুদ মঞ্জু, ধামসোনা ইউনিয়ন আওয়মী লীগের সাধারন সম্পাদক হাজী মতিউর রহমান মতিন, জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলার সাধারন সম্পাদক আব্দুল আজিজ দেওয়ান, আশুলিয়া থানা কৃষক লীগের সদস্য সচিব দেলোয়ার হোসেন জমিদার।
এশিয়ান টিভি ও ভোরের পাতার আশুলিয়া প্রতিনিধি ও আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহ আলম সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক নুর আলম সিদ্দিকী মানু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হাসান ও শাকিল আহম্মেদ সুজন, অর্থ-সম্পাদক নুরে আলম জিকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম,দপ্তর-সম্পাদক মনির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক নেছার উদ্দিন খাঁন,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খোরশেদ আলম,কার্য নির্বাহী সদস্য, মোহাম্মদ আলী সিমান্ত,বাবুল হোসেন। জসিম উদ্দিন বিজয়, আবু সুফিয়ান, আসাদুজ্জামান লিটনসহ আরো অনেকেই। পরে অনুষ্ঠান শেষে কেক কেটে ক্লাবের একযুর্গ পুর্তি উদযাপন করা হয়।