যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) জানায়, এ ঘটনায় প্রথমে একটি সুনামির সতর্কতা জারির কথা বললেও পরে এই হুমকি কেটে গেছে। এতে উপকূলীয় শহর মাদাং ও শহরের ভেতরের ভবনগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) এ ভূমিকম্প আঘাত হানে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি ৬১ কিলোমিটার (৩৮ মাইল) গভীরতায় আঘাত হানে। এর উৎপত্তিস্থল কাইনান্টু শহর থেকে প্রায় ৬৭ কিলোমিটার দূরে। এতে পাপুয়া নিউগিনির কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট ও ভবনগুলোর ক্ষতি হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে রাজধানী পোর্ট মোরেসবির ৩শ মাইল দূর পর্যন্ত ব্যাপকভাবে কম্পন অনুভূত হয়েছে।
পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’র ওপর অবস্থিত। এর কারণে এ দেশে প্রায়ই ভূমিকম্প হয়। প্রতিবেশি দেশ ইন্দোনেশিয়ায় ২০০৪ সালে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে একটি সুনামি হয়েছিল। এতে প্রায় ১ লাখ ৭০ হাজারসহ সমগ্র অঞ্চলজুড়ে দুই লাখ ২০ হাজার মানুষের মৃত্যু হয়।