প্রকাশ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ১১:২৭ পিএম | অনলাইন সংস্করণ
আমাদের দেশে বর্তমান যে অর্থনীতি অবস্থা চলমান রয়েছে সেটা যদি সামনেও সুস্থ ভাবে চলমান থাকে এবং আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি সে ধারা যদি অব্যাহত থাকে তাহলে আমার মনে হয় না যে, বিরোধী দল গুলো সরকারের বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম করে কোন কিছু করতে পারবে। যারা বলছে পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। তাদের ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের স্লোগান হবে একটিই, একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৮১৬তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি ইয়াজ আল রিয়াদ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
মাহবুব খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির দীর্ঘ পথচলায় রয়েছে দেশ ও জাতির জন্য গৌরবময় অসংখ্য অর্জন। সমৃদ্ধ সেসব অর্জন জাতিকে দিয়েছে নতুন পথের ঠিকানা। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন হাজার বছরের পরাধিন রাষ্ট্রকে স্বাধীন করার জন্য। সেই স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের আন্দোলনের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, আত্মমানবতার ইতিহাসের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ ২০২২ সালে উপনীত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের আগামী ৩০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্বের মাধ্যমে অতীতের ন্যায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করার জন্য, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ বাস্তবায়নের জন্য বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মী কাজ করে গিয়েছে এবং সামনেও কাজ করবে। দেশের সকল সংকটে অতিতেও যেমন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে ঠিক একইভাবে আগামীতেও করবে ইনশাআল্লাহ্। এদেশের সকল আন্দোলন সংগ্রাম, এদেশের স্বাধিকার আন্দোলন, ভাষা আন্দোলন, পাকিস্তান স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, জিয়াউর রহমানের বিরুদ্ধে আন্দোলন, খন্দকার মোস্তাকের বিরুদ্ধে আন্দোলন, স্বৈরাচার শাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন সহ সকল আন্দোলনে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা একটিভ ছিল। যারা বাংলাদেশকে পাকিস্তান রাষ্ট্রে পরিণীত করতে চায়, যারা বাংলাদেশে ত্রাসের রাজনীতি কায়েম করতে চায় তাদেরকে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীর মধ্যে আছে তরুণ মুজিবের নান্দনিকতা ও আদর্শ। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে, সব অশুভ শক্তিকে পেছনে ফেলে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, দেশগড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। যারা বলছে পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। তাদের ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের স্লোগান হবে একটিই, একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।