প্রকাশ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫০ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন তথা বিএডিসি কে আরো শক্তিশালী ও কার্যকর করে প্রকৃত কৃষকদেরকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় উৎপাদনের সকল উপকরণ সহজ শর্তে সরবরাহ করার দাবী জানিয়েছেন শেখ ছালাউদ্দিন ছালু। তিনি বলেন, কৃষকের উৎপাদিত সকল পন্যের ন্যায্য মূল্য প্রাপ্তির লক্ষে জাতীয় মূল্য কমিশন গঠন করতে হবে এবং বিপননের জন্য সুষ্ঠ বাজার ব্যবস্থা প্রচলন করতে হবে।
আজ শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে, রাজধানীর পুরানা পল্টন শরিফ কমপ্লেক্সে এক আলোচনা সভা তিনি এসব কথা বলেন। ন্যাশনাল পিপলস্ কৃষক পার্টির আহবায়ক শেখ ইকবাল হাসান স্বপন এর সভাপতিত্বে “কৃষক বাঁচলে দেশ বাচঁবে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মন্ডল বলেন, প্রকৃত ভূমিহিন কৃষকদের মাঝে সহজ সর্তে সরকারী খাস জমি বন্ধবস্ত দিতে হবে।
সরকারের দৃষ্টি আকর্ষণ করে সভাপতির বক্তব্যে শেখ ইকবাল হাসান স্বপন বলেন, কৃষকের আর্থিক সুরক্ষার জন্য কৃষি বীমা’র প্রচলন কার্যকর করতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, এনপিপি’র ভাইস চেয়ারম্যান সেলিম মাহমুদ, বাংলাদেশ কৃষক ফেডারেশন এর আহবায়ক কমরেড বদরুল আলম, বাংলাদেশ চাষী সমিতির সভাপতি ও বাংলাদেশের সাম্যবাদী দলের সদস্য সুলতান আহমেদ বিশ্বাস, জাতীয় কৃষক জোটের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান ফসি, ন্যাশনাল পিপলস্ কৃষক পার্টির যুগ্ম আহবায়ক রুহুল আমিন, রতন কৃঞ্চ হালদার প্রমুখ।