প্রকাশ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪৩ পিএম | অনলাইন সংস্করণ
আসন্ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫ প্রার্থীর তৎপরতা শুরু হয়েছে। এরা হলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, জেলা পরিষদের বর্তমান প্রশাসক আ.লীগ নেতা মোঃ আশরাফুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মোঃ শরিফুল আলম ও বিএনপি থেকে আ.লীগে যোগ দেয়া খুরশিদ আলম বাচ্চু। এছাড়া গতবারের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ এবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
তবে জেলা আওয়ামী লীগের বৃহৎ একটি অংশ চাইছেন জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদকে। কারণ হিসেবে তারা বলছেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী তথা দলকে সুসংগঠিত করে তিনি ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করেন এবং বিএনপি-জামায়াতের ঘাঁটি ভেঙ্গে ফেলেন। ২০১৩ ও ২০১৪ সালে জামায়াতের জ¦ালাও পোড়াও রাজনীতিকে তিনি তার সমর্থকদের নিয়ে মোকাবেলা করেন। কিন্তু বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদরে আওয়ামী লীগের সংসদ সদস্য না থাকায় বিএনপি’র সংসদ সদস্য জেলার উন্নয়নে তেমন কোন ভুমিকা রাখতে পারছেন না। তাই জেলার উন্নয়ন থমকে গেছে। এতে করে উন্নয়ন বি ত সদর উপজেলার মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। সেই বিবেচনায় আব্দুল ওদুদকে জেলা পরিষদের চেয়ারম্যান করা হলে তিনি অতীতের মতো আবারও সদর উপজেলাসহ পুরো জেলার উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখতে পারবেন।
এই প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ বলেন, তিনি আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলকে শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছেন। তবে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দেবেন সেভাবেই কাজ করবেন তিনি।