করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। পূর্ব এশিয়ার এ দেশটিতে একদিনে ৩২৫ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৬২৮ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩৮ হাজার ৫২২ জনের এবং সংক্রমণ বেড়ে পৌঁছেছে ১ কোটি ৮১ লাখ ৮০ হাজার ৪২৫ জনে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৮১ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৯৮৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ১০ লাখ ৬৯ হাজার ১২৪ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৬০ লাখ ৩ হাজার ৪০৪ জনে।
রাশিয়ায় একদিনে ৯০ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৯৩ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ৩ লাখ ৮৪ হাজার জন এবং শনাক্ত বেড়ে হয়েছে ১ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ৬৬ জন।
দক্ষিণ কোরিয়ায় একদিনে ৮৬ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৯৫ হাজার ৫৩৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ২৬ হাজার ৪৯৯ জন এবং সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৫২৩ জনে।
ইতালিতে ২৪ ঘণ্টায় ৮০ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৮০২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৩০৬ জনের এবং শনাক্ত বেড়ে হয়েছে ২ কোটি ১৭ লাখ ৮৮ হাজার ৮৬২ জন।
শনাক্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৬৪ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন ১২ হাজার ৩৮৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ৬ লাখ ৮৩ হাজার ৫২৮ জন এবং শনাক্ত বেড়ে হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৮১ হাজার ২৯৫ জন।
বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় অস্ট্রেলিয়ায় শনাক্ত ১১ হাজার ৩২৬ জন এবং মারা গেছেন ৮৬ জন; ইরানে শনাক্ত ৯৭৬ জন এবং মারা গেছেন ৩৭ জন; মেক্সিকোতে শনাক্ত ৬ হাজার ১৫১ জন এবং মারা গেছেন ৪৯ জন; তাইওয়ানে শনাক্ত ২৫ হাজার ৯০১ জন এবং মারা গেছেন ৪০ জন; পোলান্ডে শনাক্ত ৩ হাজার ৯৩৪ জন এবং মারা গেছেন ২৩ জন; থ্যাইল্যান্ডে শনাক্ত ১ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন ২৯ জন; চিলিতে শনাক্ত ৭ হাজার ৮০৯ জন এবং মারা গেছেন ২৯ জন; ফিলিপাইনে শনাক্ত ২ হাজার ৫৬৫ জন এবং মারা গেছেন ৫৪ জন; নিউজিল্যান্ডে শনাক্ত ২ হাজার ২৭১ জন এবং মারা গেছেন ৯ জন।