প্রকাশ: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ১:২৬ পিএম | অনলাইন সংস্করণ
ট্রেনের ভাড়া এখনই বাড়ানোর বিষয়ে ভাবছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
শনিবার (২০ আগস্ট) পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেললাইন বসানোর কার্যক্রম উদ্বোধনে গিয়ে তিনি এ কথা জানান।
রেলমন্ত্রী বলেন, রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে কোনো প্রস্তাব আমরা এখনো প্রধামন্ত্রীর কার্যালয়ে পাঠাইনি। আমরা এখনই ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে ভাবছি না।
পদ্মা সেতু রেললাইন বসানোর প্রকল্পের বিষয়ে নুরুল ইসলাম সুজন বলেন, ২০২৩ সালের জুনের মধ্যে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত নতুন লাইনে ট্রেন চলাচল শুরুর চেষ্টা করা হচ্ছে। আশা করছি নির্ধারিত সময়েই আমরা এই রুটে ট্রেন চালু করতে পারব।