প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ১১:১৫ পিএম | অনলাইন সংস্করণ
আগস্ট মাস শোকের মাস। এই মাসের ১৫ আগস্ট তারিখে ১৯৭৫ সালে স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বঙ্গমাতা সহ সবাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ২১ শে আগস্টে সন্ত্রাসবিরোধী জনসভা করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জননেত্রী শেখ হাসিনা। পঁচাত্তরের ১৫ই আগস্টের মতোই ২১ শে আগস্টের হামলার নীল নকশা তৈরি করা হয়েছিল। যার মাস্টার মাইন্ড ছিলেন ঐ সময়ের কিছু সামরিক কর্মকর্তা এবং হাওয়া ভবনে বসে ক্ষমতার কেন্দ্রে থাকা খুনি তারেক রহমান।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৮০১তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, ইতালি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচিত সভাপতি কে এম লোকমান হোসেন, লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বহির্বিশ্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠাতা আফছার খান সাদেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
আফছার খান সাদেক বলেন, আগস্ট মাস শোকের মাস ও ষড়যন্ত্রের মাস। আগস্টে বাঙালি জাতির জীবনে বারবার অমানিশা নেমে এসেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাঙলা গড়ার যে প্রত্যয় ছিল সেটাকে নস্যাৎ করার জন্য পঁচাত্তরের ১৫ আগস্টে রাতের অন্ধকারে সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু ষড়যন্ত্রকারীরা এখানেই থেমে ছিল না। ২০০৪ সালের আগস্টেও বাঙালির জীবনে নেমে আসে আরেক ভয়াবহ অন্ধকার। সেদিন ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে সেদিন দেশব্যাপী সন্ত্রাস ও বোমা হামলার বিরুদ্ধে আওয়ামী লীগের সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি ছিলেন সেই সময়কার বিরোধী দলের নেতা, আজকের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মিছিল পূর্ব সমাবেশের জন্য একটি ট্রাককে মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়।বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলের জন্য ট্রাক থেকে নামতে যাবেন শেখ হাসিনা, ঠিক সেই সময়ে শুরু হয় গ্রেনেড হামলা। একটানা ১৩টি আর্জেস-৮৪ গ্রেনেড ছোঁড়া হয় যার মধ্যে ১২টি গ্রেনেড বিস্ফোরিত হয়, মঞ্চে উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা মানব প্রাচীর তৈরি করে প্রিয় নেত্রীকে রক্ষা করেন। অল্পের জন্য প্রাণে বেঁচে ফেরেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কিন্তু গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা আইভী রহমানসহ মৃত্যুর কোলে ঢলে পড়েন ২৪ জন মানুষের তাজা প্রাণ। আহত হন শেখ হাসিনাসহ কয়েকশ নেতাকর্মী। মানুষের চিৎকার, ছোটাছুটি, লাশ আর রক্তের স্রোতে ভেসে যাচ্ছিলো বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের পিচঢালা পথ। ছড়িয়ে ছিটিয়ে থাকে আহত-নিহত মানুষের শরীরের ছিন্নভিন্ন অংশ, রক্ত, ছেঁড়া স্যান্ডেল, পড়ে থাকে দোমড়ানো ব্যানার এবং অবিস্ফোরিত গ্রেনেড। যন্ত্রণাদগ্ধ হয়ে কাতরাচ্ছিলেন কেউ কেউ। প্রাথমিক ধাক্কা সামলে ক্ষোভে ফেটে পড়েন আওয়ামী লীগ কর্মীরা। ঘটনার প্রারম্ভে শেখ হাসিনার নিরাপত্তাকর্মী বাদে আশেপাশে কোন পুলিশ ছিল না, কিন্তু বিস্ফোরণের পরবর্তী ঘটনাস্থল লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাস মারে। কাঁদানে গ্যাসে মানুষজন ছোটাছুটি করলে শুরু হয় পুলিশের লাঠিচার্জ। গ্রেনেডের আঘাতে পরাস্ত করতে না পেরে ওই দিন শেখ হাসিনার গাড়িতে ঘাতকরা ছুড়েছিল বেশ কয়েক রাউন্ড গুলি। একেবারে পরিকল্পিত ও টার্গেট করা ঘাতকদের নিক্ষিপ্ত গুলি ভেদ করতে পারেনি শেখ হাসিনাকে বহনকারী বুলেটপ্রুফ গাড়ির কাচ। কিন্তু ঘাতকদের নিক্ষিপ্ত বুলেট থেকে শেখ হাসিনাকে রক্ষায় বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন বিলিয়ে দেন তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী। মূলতই শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল।