আগস্ট মাসেই ষড়যন্ত্রকারীরা বেশী তৎপর হয়: ড. নাজমুল আহসান কলিমউল্লাহ
প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ১২:১২ এএম | অনলাইন সংস্করণ
আগস্ট মাসে বাঙ্গালীর জীবনে অনেক ন্যাকারজনক ঘটনা ঘটেছে। এইসব ঘটনা গুলো বিশ্ববাসীর কাছে দেখিয়ে দিয়েছে যে এই দেশে রাজনীতি করা কতোটা কঠিন, কতোটা ঝুঁকিপূর্ণ। এর আগে পরে অসংখ্যবার আমাদের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলা চালানো হয়েছিল। এবং ঘুরেফিরে দেখা যায় ষড়যন্ত্রকারীরা এই আগস্ট মাসেই তৎপর হয়।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৮০০তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, আগস্ট মাসে বাঙ্গালীর জীবনে অনেক ন্যাকারজনক ঘটনা ঘটেছে। এইসব ঘটনা গুলো বিশ্ববাসীর কাছে দেখিয়ে দিয়েছে যে এই দেশে রাজনীতি করা কতোটা কঠিন, কতোটা ঝুঁকিপূর্ণ। এর আগে পরে অসংখ্যবার আমাদের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলা চালানো হয়েছিল। এবং ঘুরেফিরে দেখা যায় ষড়যন্ত্রকারীরা এই আগস্ট মাসেই তৎপর হয় এবং আরেকটি দুর্ঘটনা কিভাবে ঘটানো যায় সেটার পায়তারা করে তারা। গণতান্ত্রিক অভিযাত্রা, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে সেদিন শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল ঘাতকচক্র। ঘাতকের গ্রেনেড হামলায় রীতিমতো রক্তগঙ্গা বইয়ে গিয়েছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের প্রাঙ্গণ। সন্ত্রাসবিরোধী আওয়ামী লীগের শান্তির সমাবেশকে ঘিরে কোলাহলপূর্ণ বঙ্গবন্ধু এ্যাভিনিউ মুহূর্তেই পরিণত হয়েছিল বীভৎস মৃত্যুপুরীতে। সুপরিকল্পিত ও ঘৃণ্য এই গ্রেনেড হামলা চালিয়ে রক্তাক্ত ও শোকাবহ আগস্টে আরেকটি ১৫ আগস্ট সৃষ্টির অপচেষ্টা করেছিল পরাজিত ঘাতকচক্র। তৎকালীন জোট সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এই হামলার ধরনও ছিল রক্তাক্ত ১৫ আগস্টের মতোই।