জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বিআইডাব্লউটিসি রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুটে পারাপার কৃত যানবাহনে পূর্বের ভাড়ার সাথে ২০ শতাংশ বৃদ্ধি ফেরি ভাড়া কার্যকর করেছে।
১৮ আগষ্ট বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে পূর্বের ভাড়ার সাথে অতিরিক্ত ভাড়া দিয়ে যানবাহন ফেরিতে পারাপার হচ্ছে।
বিআইডাব্লউটিসি সূত্রে জানাযায়, এক টন ধারন ক্ষমতার পন্যবাহী যানবাহনের ফেরি ভাড়া ১০৫০ টাকা , ছোট ট্রাক,কাভার্ড ভ্যান ১ টনের অধিক ৩টন পর্যন্ত ফেরি ভাড়া ১২৫০ টাকা, ট্রাক, ট্যাংক লরী ৩ টনের অধিক ৫ টন পর্যন্ত ফেরি ভাড়া ১৩৫০ টাকা, ট্রাক, ট্যাংক লরী, কাভার্ড ভ্যান ৫ টনের অধিক ৮ টন পর্যন্ত ফেরি ভাড়া ১৫৫০ টাকা, বড় ট্রাক, কাভার্ড ভ্যান ৮ টনের অধিক ১১ টন পর্যন্ত ফেরি ভাড়া ২১০০ টাকা,১০ চাকা বিশিষ্ট সাধারন পন্যবাহী যানবাহনের ক্ষেত্রে ৩০ টন পর্যন্ত ফেরি ভাড়া ৪৩২০ টাকা, যে সমস্ত ট্রাক, কাভার্ড ভ্যান ট্যাংস্ক লরীর ধারন ক্ষমতা ৩-৮ টন ৩২ ফুটের উর্দ্ধে নয় সে সকল যানবাহনের জন্য ফেরি ভাড়া ২১০০ টাকা, মিনি বাস, কোস্টার জন্য ফেরি ভাড়া বাড়িয়ে করা হলো ১২৬০ টাকা, মাঝারি মাপের বাস বা কোস্টার জন্য ফেরি ভাড়া ২১০০ শত টাকা, বড় বাস, কোচের জন্য ফেরি ভাড়া ২৫২০ টাকা, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, বড় টেম্পু হিউমেন হলার এ জাতীয় যানবাহন জন্য ফেরি ভাড়া ১২০০ টাকা, নিশান, পাজেরো, লাক্সারী জীপের জন্য ফেরি ভাড়া ১০৮০ টাকা, কার, টেম্পো ট্রেইলার পৃথক ভাবে ফেরি ভাড়া ৬৫০ টাকা, সিএনজি চালিত, বেবী ট্যাক্সি, অটো রিক্স জন্য ফেরি ভাড়া ২৯০ টাকা, মটর সাইকেলের জন্য ফেরি ভাড়া ১২০ টাকা, বাই সাইকেল ৬০ টাকা নির্ধারন করেছে।
সাতক্ষীরা থেকে ছেড়ে আসা এইচ আর পরিবহনের চালক আলতাফ হোসেন বলেন, পূর্বের ভাড়ার চেয়ে ২০ শতাংশ টাকা বেশি দিয়ে ফেরি টিকিট নিলাম। এভাবে ফেরি ভাড়া বৃদ্ধি করা হলে বাসের যাত্রীদের উপর এর প্রভাব পড়বে।
বরিশাল টু ঢাকা সাকুরা পরিবহনের ঘাট সুপারভাইজার মো. রাজু মোল্লা বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে যানবহনের সংখ্যা অনেক কমে গেছে। এখন আবার ফেরি ভাড়া বৃদ্ধি করা হলো। এভাবে ফেরি ভাড়া বৃদ্ধি করা হলে এই নৌ রুটে যানবাহনের সংখ্যা অনেক কমে যাবে। এতে ঘাট এলাকার শতশত শ্রমিক বেকার হয়ে পড়বে।
বিআইডাব্লিউটি'র দৌলতদিয়া ঘাট শাখার সহকারি ব্যবস্থাপক (বানিজ্য) মো.খোরশেদ আলম বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারনে ফেরিতে যানবহন পারাপার জন্য পূর্বের ভাড়ার সাথে আরো ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ভোর ৬ টা থেকে ভাড়া বৃদ্ধি কর্যকর করা হয়েছে। এই নৌরুটে ছোট বড় ১২ টি ফেরি চলাচল করছে।