প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ১০:১০ পিএম | অনলাইন সংস্করণ
পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ এনে সন্ত্রাসী হামলা করা হয়েছে। এই হামলায় আহত হয়েছেন এক বৃদ্ধা ও তার ছেলে। সন্ত্রাসী হামলায় বৃদ্ধার হাত ভেঙ্গে যাওয়ায় তাঁকে ঢাকার সাভারে একটি প্রাইভেট হাসপাতালে মুমুর্ষ অবস্থায় ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ঢাকা জেলার ধামরাই উপজেলার বড় চন্দ্রাইল গ্রামে। আহত বৃদ্ধা ঐ গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী সায়েদা বেগম (৭০) এবং ছেলে শহিদুল ইসলাম (২৫)।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট রাত ১২ টার দিকে শহিদুল ইসলামকে বাড়ি থেকে ডেকে পাশের রাস্তায় নিয়ে যায় একই এলাকার নূরুল ইসলামের ছেলে মোতালেব, মোশারফ, মোস্তফা, মোতালেবের ছেলে শিপন, রুপনসহ অনেকে। শহিদুল ও তার মামা রাস্তায় যাওয়ার সাথে সাথেই লাঠি-সোঁটা নিয়ে অতর্কিতে হামলা করে তারা। ঘটনা দেখে বৃদ্ধা সায়েদা বেগম এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় বৃদ্ধা সায়েদার বাম হাম ভেঙ্গে যায়। তাকে ঐ দিনই সাভারের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় ধামরাই থানা সূত্র। তবে, সন্ত্রাসীদের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে পরিবারটি।