প্রকাশ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৮:০০ পিএম | অনলাইন সংস্করণ
মাগুরার শালিখা উপজেলার শালিখা ইউনিয়নের রায়জদাপুর আদাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনের ছাদ ভেঙে পড়েছে।
মঙ্গলবার রাতে হঠাৎ করেই ছাদটি ভেঙ্গে পড়ে। এতে করে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে স্থানীয়রা জানান, ঘটনাটি রাতে না ঘটে দিনে ঘটলে অসংখ্য শিক্ষর্থীর প্রাণহানি হতো।
কারণ হিসেবে তারা বলেন, ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও শ্রেণি সংকটের কারণে মাঝে মাঝেই শিক্ষকরা পরিত্যক্ত ওই ভবনটিতে পাঠদান করাতো। সরেজমিন গিয়ে দেখা যায় বিদ্যালয়টির দক্ষিণ পার্শ্ববর্তী পাঁচ কক্ষ বিশিষ্ট একটি পুরাতন ভবন যা ১৯৯৫ সালে নির্মান করা হয়। যার বারান্দার অংশের পুরোটাই ভেঙ্গে পড়েছে। এছাড়াও বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে পুরাতন টিন দিয়ে দুই কক্ষবিশিষ্ট একটি ঘর নির্মাণ করা হচ্ছে যার কাজ এখনো শেষ হয়নি। শিক্ষার্থীদের পাঠদানের জন্য ব্যবহার করা হচ্ছে অফিসকক্ষের একাংশ ও পার্শ্ববর্তী একটি কক্ষ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুদীপ্ত বিশ্বাস জানান, আমি দশ বছর ধরে শুনে আসছি নতুন ভবনের কাজ শীঘ্রই শুরু হবে। অথচ ২০১৬ ও ২০১৮ সালে নতুন ভবন নির্মাণের কাজ কাগজে-কলমে আসলেও ভৌতিক রূপ পায়নি তবে কয়েক দফায় মাটি পরীক্ষা হয়েছে বলেও জানান তিনি।
প্রধান শিক্ষক তপতি রায় বলেন, পাশ্ববর্তী অনেক বিদ্যালয়ের নির্মাণকাজ শেষ হয়ে গেছে অথচ আমাদের বিদ্যালয়ের কাজ শুরুই হলো না। এ ব্যাপারে কয়েকবার করে উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের সাথে কথা বলেও কোন লাভ হয়নি।
বিদ্যালয়ের সভাপতি মনিরুজ্জামান বলেন, শ্রেণী সংকটের কারণে কয়েকদিন আগেও পরিত্যক্ত ওই ভবনে শিক্ষার্থীদের পাঠদান করানো হতো, তখন আমি শিক্ষকদের সতর্ক করে দেয় এবং পাঠদানের জন্য বিকল্প কক্ষের ব্যবস্থা করতে বলি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন বলেন, ভেঙে পড়া ভবনটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, তবে সেখানে পাঠদান করা হতো কিনা আমার জানা নাই। এছাড়া ২০১৬ সালে ঐ বিদ্যালয়ের নতুন একটি ভবন নির্মাণের কাজ আসে এবং উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সেখানে গিয়ে মাটি পরীক্ষাও করেন তারপর কি হয় আমি জানিনা।