প্রকাশ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ১২:১৯ এএম | অনলাইন সংস্করণ
স্বাধীনতা বিরোধী শক্তিরা কিন্তু এখনো জীবিত আছে। তারা কিন্তু এখনো নিঃশেষ হয়ে যায়নি। ষড়যন্ত্র সেই স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই শুরু হয়েছিল। সেই ষড়যন্ত্রে বিদেশী মদদও ছিল। কারণ যুদ্ধের পর সেসময় তারা বাংলাদেশকে স্বীকৃতি দিতে চায়নি। বঙ্গবন্ধু ১৯৭২ সালে দেশে ফিরে এসে যদি এই বিশ্বাসঘাতকদের কঠোর হস্তে দমন করতো তাহলে কিন্তু এই ঘটনা ঘটতে পারতো না।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৭৯৮তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, ড. শ্রী বীরেন শিকদার, গবেষক ও লেখক মে. জে. (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, জার্মান আওয়ামী লীগের সিনিয়র নেতা, বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি মায়েদুল ইসলাম তালুকদার বাবুল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মোহাম্মদ ফাউজুল মুবিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
শেখ মোহাম্মদ ফাউজুল মুবিন বলেন, আগস্ট আমাদের সব হারানোর মাস। ’৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে আমাদের সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল। যখনই আগস্ট আমাদের সামনে আসে- তখন নেমে আসে অন্ধকার। সামনে আসে এক রক্তাক্ত বিশ্বাসঘাতকতার ইতিহাস, আগস্ট আসলেই আমরা ষড়যন্ত্রের গন্ধ পাই। আগস্ট মাসে আমরা আমাদের জাতির পিতাকে হারিয়েছি। এই আগস্ট মাস নিয়ে আমরা যখন বেতিত তখন কিন্তু আমরা দেখি যে বিএনপি নেতারা তাদের নেত্রীর জন্মদিন পালন করছে। এটাকে কিভাবে মেনে নেব আমরা? পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা ঘটেনি। বঙ্গবন্ধুকে কিন্তু তারা হত্যা করে ক্ষান্ত হয়নি, তারা মূলত বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চেয়েছিল। ১৯৪৮ থেকে শুরু করে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত এই ভূখণ্ডের সব আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন সংগঠক হিসেবে এবং নেতৃত্বে। বন্ধুর পথে চড়াইউৎরাই অতিক্রম করেই তিনি পেয়েছিলেন বাঙালি জাতির অকৃত্রিম ভালোবাসা। বঙ্গবন্ধু, জাতির পিতা, মহাকালের মহানায়ক। এ দেশের মানচিত্রের সঙ্গে জড়িয়ে আছে তার জীবন। এ জাতির ভাগ্য এবং দুর্ভাগ্যের সঙ্গেও জড়িয়ে আছে তার জীবন। শত চেষ্টা করেও ইতিহাস থেকে মুছে ফেলা যায়নি তার অর্জন।