প্রকাশ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ৯:২৯ পিএম | অনলাইন সংস্করণ
বর্ষার পানি বাড়ার সাথে সাথে নদী যেন মেতে উঠে পাড় ভাঙার মাধ্যমে। তাই টাঙ্গাইলের মির্জাপুরে নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা তিনটার দিকে লতিফপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এই ডাম্পিং কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী গোলাম ফারোয়ার হোসেন, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, আ.লীগ নেতা মাসুদ রানা মাসুম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক, সাবেক সাধরণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
উপজেলার পৌর এলাকা, ফতেপুর, মহেড়া ও লতিফপুরের বিভিন্ন নদী ভাঙন এলাকায় ৯১ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের কাজ এগিয়ে চলছে বলে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে।