প্রকাশ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ৯:২৩ পিএম | অনলাইন সংস্করণ
১৭ বছর পর ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী জেএমবির সিরিজ বোমা হামলা মামলার আসামি মো. আল মাসুমকে (৪২) গ্রেফতার করেছে র্যাব। তিনি ময়মনসিংহের কোতয়ালি মডেল থানার একটি মামলার এজারভুক্ত পলাতক আসামি।
গ্রেফতার হওয়া মাসুম গৌরীপুর উপজেলার মাওহা লক্ষিণগর এলাকার বাসিন্দা ডাঃ আব্দুস সালামের ছেলে। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীনের সদস্য।
মঙ্গলবার দুপুরে র্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে সোমবার মধ্যরাতে গাজীপুরের কালিয়াকৈর থানার চন্দ্রা এলাকা থেকে মাসুমকে গ্রেফতার করে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলার আসামি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীনের সদস্য আল মাসুম পরিচয় গোপন করে র্দীঘদিন ধরে পলাতক ছিলেন।
সেদিন সারাদেশের ৬৩ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঢাকার ৩৪টি স্থানসহ মোট সাড়ে ৪০০ স্থানে প্রায় ৫০০ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ওই হামলায় নিহত হন দুজন এবং আহত হন দুই শতাধিক মানুষ। ওই ঘটনায় দেশের বিভিন্ন থানায় ১৬১টি মামলা হয়।