প্রকাশ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৭:২৭ পিএম | অনলাইন সংস্করণ
যে বয়সে বিদ্যালয়ের সহপাঠীদের সাথে খেলাধূলা আর পড়াশোনায় মেতে উঠার কথা, ঠিক সেই সময়ে নরম হাতে শক্ত কাঠের বৈঠা বেয়ে নদীর সঙ্গে জীবনের সংগ্রাম করছে পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের চর বাশুরি আবাসনের বাসিন্দা মনির সরদারের মেয়ে ও কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী হাফসা আক্তার মুনিরা।
মুনিরার পিতা মনির সরদার খেয়া পারাপার করে জীবিকা অর্জন করে সংসার পরিচালনা করে। হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়লে সংসারে আর কোন আয়ের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তার স্কুল পড়ুয়া মেয়ে মুনিরা বর্তমানে পিতার খেয়া পারাপারের নৌকার হাল ধরে জীবিকা অর্জন করে সংসার চালায়। স্কুলে যাওয়া ও লেখাপড়ার ফাঁকে ফাঁকে সে খেয়া পারাপার করে। এতে করে মুনিরার লেখাপড়ার চরম বিঘ্ন ঘটছে। অভাবী সংসারে উপার্জন করার আর কেউ না থাকায় বাধ্য হয়ে মুনিরা খেয়া নৌকা মাঝি হলেন। মুনিরার স্বপ্ন পড়াশোনা শেষ করে একদিন বড় চাকুরি করবেন,সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়াঁবেন।
মুনিরার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির মোল্লা জানান, মেয়েটি লেখাপড়ার খুবই মনোযোগী। আমরা বিদ্যালয় থেকে সকল প্রকার সুযোগ-সুবিধা দিয়ে থাকি। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখা বলেন, আমার নজরে এসেছে। সরকারের পক্ষ থেকে সহযোগিতা করে থাকবো।