প্রকাশ: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৯:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
শেখ হাসিনার অঙ্গীকার মাদকমুক্ত দেশ ও পরিবার এই প্রতিপাদ্যে জীবনকে ভালো রাখুন মাদক থেকে দূরে থাকুন স্লোগানকে সামনে রেখে মাগুরার শালিখায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১০ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু, মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শ্যামল কুমার দে, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ উপজেলার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার দেশের উন্নয়নের অন্তরায়, তাই মাদকদ্রব্য সেবন ও নিয়ন্ত্রণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান । অনুষ্ঠান শেষে ফ্লোর ওপেনের মাধ্যমে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারন মানুষকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতাগুলো কি এবং মাদক বিস্তার রোধে সকলের মুক্তমত প্রকাশের সুযোগ করে দেয়া হয় যেখানে প্রত্যেকেই তাদের নিজস্ব মতামত প্রকাশ করেন।