প্রকাশ: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৯:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে একটি বেহাল রাস্তায় ঝুঁকিপূর্ণ দু’টি কাঠের পুল পারাপারে এলাকাবাসীর ভোগান্তি বেড়েছে। ওই এলাকার মাজেদ খানের বাড়ির সামনে ও মহিলা ইউপি সদস্য পারভীন সুলতানার বাড়ির সামনে জরাজীর্ণ ভাঙাচূরা কাঠের পুল দু’টি মরণফাঁদে পরিণত হয়েছে। এতে এলাকার হাজারো মানুষ যাতায়াতে প্রতিনিয়ন দুর্ভোগ পোহাতে হচ্ছে। পুল ভেঙে দুর্ঘটনার শঙ্কা করেছেন পথচারী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পাড়াগাঁও গ্রামের মাজেদ খানের বাড়ির সামনে রাস্তায় ভাঙাচূরা কাঠের পুলে ঝুঁকি নিয়ে মানুষ পারাপার হচ্ছেন। ওভারলোডিংয়ের কারণে পুলের জরাজীর্ণ অবকাঠামো যে কোন সময় ভেঙে পরে দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা রয়েছে। বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই শিশু, বৃদ্ধরা পুলে চলাচল করতে দেখা গেছে। অপরদিকে একই রাস্তার সামান্য পূর্ব দিকে স্থানীয় মহিলা ইউপি সদস্যর বাড়ির সামনে ভাঙাচূরা পুলটির অবস্থাও নাজুক। এসব পুল ব্যবহার করে বিভিন্ন দিকে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীর। তারা জানায়, গত ৫ বছরে কাঁচা রাস্তা ও পুল সংস্কার কাজ হয়নি বলেই চলে। এ অবস্থায় পায়ে হেঁটে কোন রকমে চলাফেরা করা গেলেও মোটরসাইকেল কিংবা অটোরিক্সা চলাচল করা অসম্ভব। বিশেষ করে অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া আসা করতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। বেহাল রাস্তা ও পুল সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন স্থানীয়রা।
পাড়াগাঁও গ্রামের বাসিন্দা সাবেক যুবলীগ নেতা মো. আবুল হোসেন বলেন, আমার জানামতে গত ৪/৫ বছর আগে পুলগুলো সংস্কার করা হয়েছিল। রাস্তার অবস্থাও খুবই নাজুক। গ্রামের অধিকাংশ মানুষকে বেহাল রাস্তা ও কাঠের পুল ব্যবহার করে পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শ্রীনগর-তন্তর পাকা সড়কসহ বিভিন্ন দিকে যাতায়াত করতে হচ্ছে। এ বিষয়ে জানতে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম মিঠু’র সাথে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।
সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পারভীন সুলতানার কাছে জানতে চাইলে তিনি বলেন, কয়েক বছর আগে কাঠের পুল দু’টি সংস্কার করা হলেও এখন চলাচলের অযোগ্য। আমাদের রাস্তা নিচু হওয়ায় ফলে বর্ষার পানিতে তলিয়ে যায়। এতে করে মানুষের ভোগান্তি বাড়ে। ইউপি চেয়ারম্যান সাবের সাথে আলোচনা চলছে।
এ ব্যাপারে তন্তর ইউপি চেয়ারম্যান মো. আলী আকবর বলেন, পুল দু’টির অবস্থা খুবই খারাপ। রাস্তার অবস্থাও নাজুক। মানুষের দুর্ভোগ লাঘবে রাস্তাসহ পুল সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।