প্রকাশ: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৪:০৮ পিএম | অনলাইন সংস্করণ
সৌদি আরবের পবিত্র মক্কায় সোমবার সন্ধ্যায় বৃষ্টি হয়েছে। মরুর উষ্ণ-শুষ্ক গরম ছাপিয়ে, ওমরা ও রোজা পালনরতদের স্বস্তি দিয়ে বৃষ্টি হয়। ওমরাহ আদায়কারীরা এ সময় কাবা প্রাঙ্গণে বৃষ্টিতে ভিজে ভিজে তাওয়াফ করেন। অনেককে বৃষ্টির মধ্যে খুশুখুজুর সঙ্গে দোয়া করতেও দেখা যায়।
এদিন থেমে থেমে নামা বৃষ্টিতে মুসল্লিদের মধ্যে বেশ উৎফুল্লতা ও উচ্ছলতা লক্ষ্য করা যায়।
বেশ কিছু গণমাধ্যম কাবা প্রাঙ্গণে বর্ষিত বৃষ্টির ভিডিও শেয়ার করেছেন। মুগ্ধকর সে দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এদিকে সৌদি আবহাওয়া দফতর বলছে, সেখানে এরকম আরো কয়েকদিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন শুধু মক্কাতেই নয়; তায়েফেও বৃষ্টি হয়েছে। একই সঙ্গে পূর্বাভাসে জানানো হয়েছে, জেদ্দায়ও বৃষ্টি হতে পারে।