প্রকাশ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ১:৫১ পিএম | অনলাইন সংস্করণ
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হেরেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই বাড়তি আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডেতে নামবে তারা। তবে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী এই ফরম্যাটে।
এদিকে শুক্রবার (৫ আগস্ট) ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরেছেন অধিনায়ক তামিম ইকবাল। টস জয়ী জিম্বাবুয়ে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে। এই ম্যাচ দিয়ে ওয়ানডে ফরম্যাটের একাদশে ফিরলেন এনামুল হক। ঘরোয়া লিগে রানের বন্যা বইয়ে জাতীয় দলে ফিরেছেন আগেই। তবে যে ফরম্যাটে সবচেয়ে বেশি ভালো পারফরম্যান্স ছিল তার, সেই ওয়ানডে সংস্করণে অবশেষে খেলার সুযোগ পেলেন ডানহাতি ব্যাটার।
টি-টোয়েন্টি সিরিজ হারায় ৫০ ওভারের সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশ। অবশ্য ওয়ানডে ফরম্যাটে অতীত সাফল্য আত্মবিশ্বাসের পারদ বাড়িয়ে দিচ্ছে তামিমদের। জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৩ সালের পর কোনও সিরিজে হারেনি বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট কোনও দলের বিপক্ষে এমন ধারাবাহিকতা লাল-সবুজ জার্সিধারীদের আর নেই। আজ জিততে পারলে সেই সংখ্যা ২০ দাঁড়াবে।
মোট পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত ৭৮টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। তার মধ্যে ৫০টি জিতেছে বাংলাদেশে, ২৮টি জিম্বাবুয়ে।