থাইল্যান্ডের একটি নাইটক্লাবে আগুন লেগে ১৩ জন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলের চোনবুড়ি প্রদেশে এ ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা কর্নেল উথিপং সোমজাই রয়টার্সকে জানান, সাত্তাহিপ জেলার মাউন্টেন বি নাইট ক্লাবে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টার দিকে আগুন লাগে, এতে হতাহতরা সবাই থাই নাগরিক। ৩ ঘণ্টা পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ঘটনাস্থল ব্যাংকক থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে। যাদের মৃত্যু হয়েছে তাদের ৪ জন নারী ও বাকি ৯ জন পুরুষ।
উদ্ধারকারী বিভাগের পোস্ট করা ভিডিও ফুটেজে নাইটক্লাবটিতে আসা লোকজনকে আর্তচিৎকার করে পালাতে দেখা গেছে, তাদের পরনের কাপড়ে আগুন জ্বলছিল, পেছনে বিশাল একটি আগুন ক্লাবটিকে গ্রাস করে নিয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এ অগ্নিকাণ্ডের মাত্র এক মাসের কিছু বেশি সময় আগে মাউন্টেন বি নাইটক্লাবটি চালু হয়েছিল।