প্রকাশ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৩:১৩ এএম | অনলাইন সংস্করণ
আজ শুক্রবার (৫ আগস্ট) অনুষ্ঠিত হবে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠান। শুক্রবার সকাল ৯টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন।পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে।
বৃহস্পতিবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে শহীদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীতদের নামও ঘোষণা করেছেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারে ২০২২ সালের পুরস্কারের জন্য ৭টি ক্যাটাগরিতে মোট ৯ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
এসময় প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াঙ্গনের বিভিন্ন শাখায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ নীতিমালার আলোকে সংশ্লিষ্ট কমিটি কর্তৃক পুঙ্খনাপুঙ্খরুপে যাচাইবাছাইপূর্বক আমরা উপরে উল্লেখিত ৭টি ক্যাটাগরিতে মোট ৯ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানকে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার’ ২০২২ প্রদান করছি। আমি সম্মানজনক এ পুরস্কারের জন্য মনোনীত সকলকে অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি বিশ্বাস করি এ পুরস্কার ক্রীড়া সংশ্লিষ্ট সকলকে ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে আরো ভালো কাজ করতে উৎসাহ যোগাবে।
মনোনীত পুরস্কার প্রাপ্তরা হলেন- হারুনুর রশীদ (আজীবন সম্মাননা), লিটন কুমার দাস (ক্রীড়াবিদ), আব্দুল্লাহ্ হেল বাকি (ক্রীড়াবিদ), মোল্লা সাবিরা সুলতানা (ক্রীড়াবিদ), দিয়া সিদ্দিকী (উদীয়মান খেলোয়াড়), মোহাম্মদ শরীফুল ইসলাম (উদীয়মান খেলোয়াড়), মো. সাইদুর রহমান প্যাটেল ( ক্রীড়া সংগঠক), নাজমা শামীম (ক্রীড়া সংগঠক), বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (ক্রীড়া সংস্থা), গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (ক্রীড়া পৃষ্ঠপোষক) ও কাশীনাথ বসাক (ক্রীড়া সাংবাদিক)।