প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২, ৫:৫১ পিএম | অনলাইন সংস্করণ
মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতি বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর পুলিশ কমিশনারের নির্দেশনা অনুযায়ী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
উক্ত মাদক বিরোধী অভিযানে বুধবার (৩১ জুলাই) মোছাঃ আশাকে ২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে মোছাঃ মধু ও হাশেমকে ২০ গ্রাম হেরোইনসহ তার নিজ বাসা থেকে আটক করা হয়।
এসময় তার মেয়ের জামাই কফিল উদ্দিনকে আটক করা হয় এবং তার ছেলে সজীব পালিয়ে যায়। এসময় সজীবের ব্যবহৃত কাঠের ড্রয়ার থেকে ৫টি পিস্তলের গুলি ও মাদক বিক্রির ৭৬,২০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জিএমপি সদর থানায় মামলা রুজু হয়েছে।
কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মধু'র বিরুদ্ধে জয়দেবপুর, বাসন, সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ৪টি মামলা রয়েছে। তার স্বামী হাসেমের বিরুদ্ধে জয়দেবপুর ও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ২টি মামলা এবং তার ছেলে সজীবের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৩টি মামলা রয়েছে। এই পরিবার মাদক ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে এলাকায় প্রভাব বিস্তার করছে এবং এই চক্রটির বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ সাধারণ জনগনের বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।