প্রকাশ: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৮:২৭ পিএম আপডেট: ২৭.০৭.২০২২ ৮:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
হাটহাজারীর হালদা নদীতে আবারও ১ টি মৃত কাতলা মাছ ভেসে উঠেছে। মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে হালদা নদীর সত্তারঘাট এলাকায় মাছটি ভেসে উঠে। গত ২ দিনে এটি সহ মোট ৩ টি মৃত কাতলা মাছ পাওয়া গেলো এ নদীতে।
জানা গেছে, মঙ্গলবার বিকালে ভেসে উঠা মাছটির ওজন ১০ কেজি ৭৭২ গ্রাম। মাছটির দৈর্ঘ্য তিন ফুট ও উচ্চতা ১০ ইঞ্চি। এর আগে, একই দিন সকালে উপজেলার গড়দুয়ারা এলাকার হালদা নদীর অংশে ১২ কেজি ২৬০ গ্রাম ওজনের আরেকটি মৃত কাতলা মাছ ভেসে ওঠে। মাছটির দৈর্ঘ্য তিন ফুট দুই ইঞ্চি ও উচ্চতা এক ফুট। এবং ২৫ জুলাই সোমবার সকালের দিকে হালদা নদীর কাগতিয়া সুইচ গেট এলাকায় একটি মৃত কাতলা মাছ ভেসে ওঠেছিলো। যেটির ওজন ছিলো প্রায় ৯ কেজি ১০০ গ্রামের মতো।
হালদা গবেষক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, অক্সিজেন শূন্যতার কারণে মাছগুলোর মৃত্যু হয়েছে। হয়তো মাছ শিকারের জন্য কেউ নদীতে বিষ প্রয়োগ করেছিলো যার কারণে মাছ ৩ টির মৃত্যু হয়েছে।