প্রকাশ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ১০:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
গাজীপুর মহানগরীকে মাদকমুক্ত, অপরাধমুক্ত, নিরাপদ ও বসবাসযোগ্য হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বিপিএম (বার), পি পি এম (বার) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন।
তিনি যোগদান করেই গতানুগতিক ধারার বাহিরে গিয়ে পুলিশের কার্যক্রম পরিচালনা করার অভিব্যক্তি ব্যক্ত করেন। যার ধারাবাহিকতায় পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামের প্রত্যক্ষ নেতৃত্ব এবং দিক নির্দেশনায় খুব অল্প সময়ের মধ্যে গাজীপুর মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনার অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে যা সকল মহলে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
তিনি মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতি বাস্তবায়নে বদ্ধ পরিকর। ইতিমধ্যে তিনি ব্যক্ত করেছেন সামান্য পরিমাণ মাদক দ্রব্য সহ ধরা পড়লেও তার প্রাপ্তি স্থান সহ এর সাথে জড়িত যত সাপ্লাই চেইন রয়েছে সকলকেই আইনের আওতায় আনা হবে। এছাড়া মানি লন্ডারিংয়সহ অন্যান্য অপরাধের সাথে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে। গাজীপুর মহানগরীকে নিরাপদ, বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করছেন।